আবু হোসাইন সুমন, মোংলা : মোংলার সুন্দরবনের মরা পশুর এলাকা থেকে ৪০ মণ কাকড়া বোঝাই একটি ট্রলারসহ ১৪ জেলেকে আটক করেছে যৌথ বাহিনী। শনিবার বন বিভাগের স্মার্ট পেট্রোলিং টিম ও কোষ্ট গার্ড যৌথভাবে অভিযান চালিয়ে এগুলো আটক করে। অন্যদিকে জব্দকৃত কাকড়ার মধ্য থেকে প্রায় ২২ মণ কাকড়া কতিপয় বন বিভাগের সদস্যদের সহায়তায় গোপনে বিক্রির অভিযোগ উঠেছে। অভিযোগের প্রেক্ষিতে গোপনে বিক্রি করা ৫টি ঝুড়ি (সাড়ে ৫মণ) কাকড়া স্থানীয় একটি ডিপো থেকে উদ্ধার করা হয়েছে।
পূর্ব সুন্দরবনের চাদঁপাই রেঞ্জ (মোংলা) কর্মকর্তা মোঃ শাহিন কবির জানান, অসাধু জেলেরা বন বিভাগ থেকে মাছের পাস পারমিট নিয়ে গোপনে কাকড়া পারিবহন করায় শনিবার গভীর রাতে বন বিভাগের বিশেষ স্মার্ট পেট্রোলিং টিম ও কোষ্ট গার্ড অভিযান চালিয়ে বনের মরা পশুর নদী সংলগ্ন ভ্রদা খাল থেকে কাকড়া ও ট্রলারসহ ১৮ জেলেকে আটক করে। বেআইনিভাবে কাকড়া পরিবহনের দায়ে এফ,বি আলিফ নামক একটি ট্রলার ও ট্রলারে থাকা সমুদয় কাকড়া জব্দ করা হয়েছে। আটক রেজাউল শেখ (৩৮), দিপংকর রায় (৩০), মনজিৎ মন্ডল (২৯), তাইজুত গাজী (৩২), শাকিল শেখ (২৫), রুবেল গাজী (২৩), শহর আলী শেখ (৫৪), শাহজালাল মোল্লা (২০), তোফাজ্জেল মল্লিক (৫৫), ইমরান শেখ (২২) রবিউল শেখ (১৮)সহ ১৪ জেলের বাড়ী মোংলা, রামপাল ও দাকোপে। চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা মোঃ শাহিন কবির বলেন, আটক জেলেদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়েরের পর জেল হাজতে পাঠানো হবে। তবে অফিস থেকে জব্দকৃত কাকড়া বিক্রি/চুরির ঘটনায় খোজ খবর নেয়া হচ্ছে। এতে বন বিভাগের কোন সদস্য জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।