সুন্দরবনে বনদস্যুর আস্তানা ধ্বংস, আগ্নেয়াস্ত্র-গুলি, নৌকা ও জিম্মি উদ্ধার

প্রকাশঃ ২০১৭-০৮-০৯ - ২২:৪৭

মোংলা প্রতিনিধিঃ সুন্দরবনে কোস্ট গার্ড পৃথক অভিযান চালিয়ে দস্যু বাহিনীর আস্তানা ধ্বংস, আগ্নেয়াস্ত্র-গুলি ও জিম্মি উদ্ধারসহ ডাকাতি কাজে ব্যবহৃত নৌকা আটক করেছে। কোস্ট গার্ড পশ্চিম জোন’র (মোংলা) অপারেশন অফিসার লে: কমান্ডার এম ফরিদুজ্জামান খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোরে পূর্ব সুন্দরবনের চাদপাই রেঞ্জের শেলা নদী (মোংলা) এলাকা থেকে অপহৃত ৭ জেলেকে উদ্ধার ও দস্যুদের ডাকাতির কাজে ব্যবহৃত দুইটি নৌকা আটক করেছে কোস্ট গার্ড সদস্যরা। এছাড়া কোস্ট গার্ডের অপর আরেকটি দল বনের কালাবগী খাল এলাকায় অভিযান চালিয়ে একটি বনদস্যু বাহিনীর আস্তানা ধ্বংস করে দিয়েছে। এর আগে ওই আস্তানা হতে একটি আগ্নেয়াস্ত্র ও দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। কোস্ট গার্ড কর্মকর্তা ফরিদ্জ্জুামান বলেন, উদ্ধারকৃত জেলেদের নিজ নিজ বাড়ীতে পাঠিয়ে দেয়া হয়েছে। আর উদ্ধার হওয়া অস্ত্র-গুলি দাকোপ থানায় হস্তান্তর করা হয়েছে। তিনি আরো বলেন, সাগর-সুন্দরবনে অপহৃত জেলে উদ্ধার ও দস্যু দমনে কোস্ট গার্ডের সকল ষ্টেশন হতে অভিযান অব্যাহত রাখা হয়েছে।