সুন্দরবনে মুক্তিপনের দাবীতে ৪ জেলেকে অপহরন

প্রকাশঃ ২০১৮-০১-২২ - ১৮:২৩

সাতক্ষীরা প্রতিনিধি : সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জ থেকে চার লাখ টাকা মুক্তিপনের দাবীতে ৪ জেলেকে অপহরন করেছে বনদস্যু ডন বাহিনী। সোমবার ভোরে সুন্দরবন সংলগ্ন শ্যামনগর উপজেলার আগুনজ্বালা খাল থেকে তাদের অপহরন করা হয়।

অপহৃত জেলেরা হলেন, শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নে জয়াখালী গ্রামে জবেদ শেখের ছেলে শেখ মোত্তালেব (৪০), মজিদ কাগুচির ছেলে আহম্মদ কাগুচি (৪০) এবং একই এলাকার সাপখালী গ্রামের গোলাম গাজীর ছেলে জাহাঙ্গীর গাজী (৩৫) ও পূর্ব কৈখালী গ্রামে ছগলু গাজীর ছেলে আঃ রহমান (৩২)।
ফিরে আসা জেলে শফিকুল ইসলাম জানান, গত ১৩ জানুয়ারী তিনিসহ ৫/৬ জন জেলে কৈখালী বন অফিস থেকে বৈধভাবে ০৭০ নং পাশ নিয়ে সুন্দরবনে যান মাছ ধরতে। সোমবার ভোরে তারা আগুন জ্বালা খালে মাছ ধরার সময় বনদস্যু ডন বাহিনী সদস্যরা চার লাখ টাকা মুক্তিপনের দাবী উক্ত ৪ জেলেকে অপহরণ করে।
এ ব্যাপারে কৈখালী স্টেশন কর্মকতা মিঠু তালুকদার বলেন, জেলে অপহনের কথা শুনেছি কিন্তু এখনও পর্যন্ত কেউ কোন অভিযোগ করেননি।
শ্যামনগর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মান্নান আলী জানান, এ ব্যাপারে খোঁজ খবর নেয়া হচ্ছে।