সুন্দরবন অনলাইন স্কুল খুলনায় পাঠদানকারী শিক্ষকদের ক্রেস্ট প্রদান

প্রকাশঃ ২০২০-১২-২৯ - ২০:২৩

ডেক্স রিপোর্টঃ করোনাকালীন সময়ে সর্বোচ্চ সংখ্যক অনলাইন পাঠদানকারী শিক্ষক লিপিকা পাত্রকে সংবর্ধনা, সুন্দরবন অনলাইন স্কুল খুলনায় পাঠদানকারী শিক্ষকদের ক্রেস্ট ও খুলনা জেলা অ্যাম্বাসেডর পরিবারে সংযুক্ত নতুন অ্যাম্বাসেডরদের ফুলেল শুভেচ্ছা প্রদান অনুষ্ঠান সোমবার বেলা ১১টায় খুলনার খালিশপুর বঙ্গবাসী মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। শিরোমনি আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক ও জেলা অ্যাম্বাসেডর এস এম সারাফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাধীনতা শিক্ষক পরিষদের কেন্দ্রীয় নেতা ও প্রধান শিক্ষক মোঃ দেলোয়ার হোসেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষক অভিজিৎ কুমার মন্ডল, মোঃ মারুফুল হক, মোছাঃ ফারহানা তাজ, নির্মল মৃধা, নিত্যানন্দ সরদার, শিশির সরদার, তুহিন সরদার, জি এম ফারুকুল ইসলাম, জি এম শাহিনুর রহমান, সৈয়দ আব্দুল্লাহ আল মামুন, দেবপ্রসাদ মন্ডল, শেখ হামিদুজ্জাান, মোঃ শাহাবুদ্দীন আলম, কনক কুমার মন্ডল, মোছাঃ নুরুন নাহার, মোঃ সুমন হোসেন ও মাসুদুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে নতুন অ্যাম্বাসেডর হিসাবে নিত্যানন্দ সরদার, ডরোথী পাটোয়ারী, শিশির সরদার, তরুন মন্ডল, গৌরঙ্গ জোয়াদ্দার, বিশ্বজিৎ ঘরামী, দিলারা খানম, জি এম শাহিনুর রহমান, মোঃ মারুফুল হক, এস এম ইকবাল হোসেন, শরিফুল ইসলাম, মোঃ তানভীর হোসেন, হিল্লোল কুমার মল্লিক, মানবেন্দ্র সরদার ও জাহিদুল ইসলামকে অন্তক্তর্‚ক্তি করা হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোঃ গোলজার হুসাইন, এস এম মনিরুল ইসলাম।