আবু হোসাইন সুমন, মোংলা : পূর্ব সুন্দরবনের চাদপাই রেঞ্জের (মোংলা) ঘুলিষাখালী এলাকায় গ্রামবাসীর পিুটনিতে একটি বাঘ নিহত হয়েছে। সোমবার সকাল সাড়ে ৭টার দিকে ঘুলিষাখালী টহল ফাড়ি সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটেছে। পরে নিহত বাঘটি উদ্ধার করে দুপুরে জিউধারা ফরেস্ট অফিসে নেয় বন বিভাগের সদস্যরা। এদিকে দুপুরে বন বিভাগের বিভাগীয় কর্মকর্তরা ঘটনাস্থল পরিদর্শন শেষে বাঘ নিহতের ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করেছেন।
পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা মো: মাহমুদুল হাসান জানান, বন সংলগ্ন ঘুলিষাখালী গ্রামে রবিবার রাতে একটি বাঘ ঢুকে পড়ে। এরপর ওই বাঘটি সোমবার সকালে গ্রামের লোকজনের উপর হামলা চালায়। বাঘের আক্রমনে স্থানীয় কয়েকজন আহত হওয়ার পরে গ্রামবাসী একত্রিত হয়ে বাঘটিকে পিটিয়ে মেরে ফেলে। খবর পেয়ে বন বিভাগের সদস্যরা বাঘটিকে উদ্ধার করে জিউধারা ফরেস্ট অফিসে এনে ঝুলিয়ে রাখে। এ সময় বিপুল সংখ্যক লোকজন জড়ো হয় বাঘটি দেখার জন্য। বাঘের আক্রমণে আহতরা হলেন ঘুলিষাখালী গ্রামের কৃষক মাসুম (৩০), ছাব্বির (২২), আল আমিন (২৫) ও মজিবর (৫৪)। আহতদের মধ্যে মাসুমকে গুরুতর অবস্থায় সকালেই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গ্রামবাসীর আক্রমনে বাঘ নিহতের খবর পাওয়া মাত্রই ঘুলিষাখালী টহল ফাড়ি, ধান সাগর ষ্টেশন ও বিভাগীয় দপ্তরের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে একটি তদন্ত কমিটি গঠন করেছেন। বিভাগীয় বন কর্মকর্তা মো: মাহমুদুল হাসান আরো বলেন, সুন্দরবন সংলগ্ন মোংলার বৈদ্যমারী, কাটাখালী, বুড়বুড়িয়া ও ঘুলিষাখালী এলাকায় বাঘের আনাগোনা ব্যাপক হারে বেড়ে গেছে। প্রায়ই বাঘ এ সব এলাকায় ঢুকে পড়ছে। সর্বশেষ সুন্দরবন থেকে লোকালয়ের ঘুলিষাখালী এলাকায় ঢুকে পড়া বাঘটিকে সোমবার সকালে পিটিয়ে মেরে ফেলেছে স্থানীয় লোকজন।