বিজ্ঞপ্তি : আজ ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালবাসা দিবসে সুন্দরবনকে ভালবাসার আহ্বান জানিয়ে এবারেও সুন্দরবন সন্নিহিত এলাকায় পালিত হচ্ছে সুন্দরবন দিবস। খুলনা, বাগেরহাট, সাতক্ষীরাসহ সুন্দরবন সন্নিহিত জেলা ও উপজেলা পর্যায়ে দিবসটি পালন করা হবে।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ মঙ্গলবার সুন্দরবন দিবসে বেলা ১১টায় খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। খুলনা প্রেসক্লাব ও সুন্দরবন একাডেমীর যৌথ উদ্যোগে এবারে খুলনায় কেন্দ্রীয়ভাবে সুন্দরবন দিবস উদযাপন করা হচ্ছে।
সাতক্ষীরায় সুন্দরবন একাডেমী এবং বেসরকারি উন্নয়ন প্রতিষ্ঠান স্বদেশের যৌথ উদ্যোগে আজ ১৪ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০টায় শহরের ম্যানগ্রোভ সভা কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। প্রধান অতিথি থাকবেন সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান মো: নজরুল ইসলাম।
মোংলা উপজেলায় সুন্দরবন একাডেমী ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন-বাপা’ন যৌথ আয়োজনে সুন্দরবন দিবস উপলক্ষে ব্যাপক কর্মসূচির আয়োজন করা হয়েছে। কর্মসূচির মধ্যে থাকছে শিশুদের সুন্দরবনভিত্তিক চিত্রাংকন ও বক্তৃতা প্রতিযোগিতা, সকালে উপজেলা পরিষদ থেকে শোভাযাত্রা এবং বিকেলে শহীদ মিনার চত্বরে আলোচনা সভা।
শরণখোলায় সুন্দরবন একাডেমী এবং শরণখোলা প্রেস ক্লাবের যৌথ আয়োজনে সুন্দরবন দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা এবং আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এ আয়োজনে প্রধান অতিথি থাকবেন শরণখোলার উপজেলা নির্বাহী অফিসার নূর-ই-আলম সিদ্দিকী।
এদিকে দাকোপে সুন্দরবন একাডেমীর আয়োজনে সুন্দরবন দিবসের আলোচনা সভা চালনা পৌরসভা ভবনে অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন চালনা পৌরসভার মেয়র সনত কুমার বিশ^াস।
এ ছাড়াও বাগেরহাট, পিরোজপুরসহ সুন্দরবন সন্নিহিত অন্যান্য জেলা ও উপজেলায় স্থানীয়ভাবে সুন্দরবন দিবস পালনে কর্মসূচী গ্রহণ করা হয়েছে।
উল্লেখ্য, ২০০১ সালে খুলনায় অনুষ্ঠিত হয় ১ম জাতীয় সুন্দরবন সম্মেলন। নানান প্রতিকূলতা পেরিয়ে সাফল্য পাওয়া সে সম্মেলনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন সেই সময়ের মহামান্য রাষ্ট্রপতি বিচারপতি সাহাবুদ্দিন আহমেদ। ২০০১ সালের সেই সুন্দরবন সম্মেলনের পরের বছর থেকেই খুলনাসহ সুন্দরবন সন্নিহিত জেলাগুলোতে ১৪ ফেব্রুয়ারিকে সুন্দরবন দিবস হিসেবে পালন করা হয়ে থাকে। সাম্প্রতিক সময়ে এই দিবস পালনের কর্মকাণ্ডে সংযুক্ত থাকে সুন্দরবন একাডেমী, বন বিভাগ, বিভিন্ন জাতীয় এবং আন্তর্জাতিক উন্নয়ন সংগঠন, ব্যবসায়ী সংগঠন, সুন্দরবন সংলগ্ন সাংবাদিক সমাজ এবং প্রকৃতিপ্রেমী আপামর মানুষ।