সুশীলনের  ইনফরমেশন বোর্ড স্থাপন বিষয়ক এ্যাডভোকেসি সভা  

প্রকাশঃ ২০১৭-১২-৩০ - ২০:৫৭

ডুমুরিয়া(খুলনা)প্রতিনিধি: বে- সরকারি সমাজ উন্নয়ন সংস্থা সুশীলনের উদ্যোগে দীঘলিয়া উপজেলার ৫টি ইউনিয়ের স্বাস্হ্য সেবা কেন্দ্রে সহজ উপায়ে বিভিন্ন সেবা সংক্রান্ত তথ্য পাওয়ার লক্ষ্যে ইনফরমেশন বোর্ড স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ লক্ষ্যে শনিবার দিউপজেলা স্বাস্হ্য কেন্দ্র অডিটরিয়ামে এস্টাবলিশমেন্ট অব কমিউনিটি ইনফরমেশন সেন্টার (সিআইসি) অন এমআর/এমআরএম,ভিএডব্লিই,এফপি এন্ড আরলি ম্যারেজ বিষয়ক এক এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়।  উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফিরোজা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যদেন উপজেলা নির্বাহী অফিসার শ¤পা কুন্ডু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শামছুন্নাহার,উপজেলা স্বা¯হ্য ও পরিবার কল্যান কর্মকর্তা ডাঃ মোঃ মাহবুবুল আলম।অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন সুশীলনের নিরাপদ-২ প্রকল্পের প্রতিনিধি শামীমা ইয়াসমিন। সভায় বিভিন্ন এনজিও প্রতিনিধি,সাংবাদিক,পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় জানানো হয় অচিরেই উপজেলার ৫টি পরিবার কল্যান কেন্দ্রে সাধারন মানুষের সুবিধার্যে স্বা¯হ্য ও পরিবার পরিকল্পনা সহ বিভিন্ন তথ্য সেবা সহজে পেতে এই ইনফরমেশন বোর্ড গুলি ¯হাপন করা হবে।