জয় মহন্ত অলক, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় মৌসুমী আক্তরকে দোররা মেড়ে আত্মহত্যা প্ররোচনায় দেওয়ার অভিযোগে অভিযুক্তদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবীতে বাংলাদেশ মহিলা পরিষদ ঠাকুরগা৭ও জেলা শাখা স্বারক লীপি পালন করেছে।
গত ১৪ ডিসেম্বর মধ্য রাতে খোলরা গ্রামের বালিযা পুকুর পাড়ায় জাহাঙ্গিরের স্ত্রী মৌসুমী আক্তারকে যৌতুকের দাবীতে নির্যাতীত আড়াল করার উদ্যেশ্যে পরকিয়ার অপবাদ দিয়ে শালিসে দোররা মেড়ে সংসার করার বিধান দেওয়া হয়। এ অপমান সহ্য করতে না পেরে গত ২১ তারিখ বিকাল ৫টায় আত্মহত্যা করেন মৌসুমী আক্তার।
বাংলাদেশ মহিলা পরিষদে সরেজমিনে তদন্ত গিয়ে জানতে পারে, মেয়েটিকে শালিসের নামে বিভিন্ন ভাবে অপমান ও শারিরীক নির্যাতন করে। যেটি আইনে দন্ডনীয় অপরাধ। এই বিষয়টি রহস্য ময় সঠিক ও নিরপক্ষ তদন্ত্য ও তদন্ত্য রিপোর্ট জনসম্মুখে প্রকাশের দাবি জানান মহিলা পরিষদের ঠাকুরগাঁও জেলার নেতৃবৃন্দ।
আজ মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসক আব্দুল আওয়াল এর হাতে স্বারকলীপি তুলে দেন মহিলা পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখার ভারপ্রপ্ত সভাপতি আইরিন পারভিন লুনা,সাধারন সম্পাদক সুচরিতা দেব, সাংগঠনিক সম্পাদক শাহানাজ বেগম, প্রশিক্ষন ও গবেষণা সম্পাদক রোমা ঘোষ সহ মহিলা পরিষদের নেতৃবৃন্দ।