সুস্থ ও সুন্দর জীবনের জন্য খেলাধুলার কোনো বিকল্প নেই : এমপি বাবু

প্রকাশঃ ২০২৩-০৩-১৩ - ১২:০৪

বিজ্ঞপ্তি : সংসদ সদস্য মো: আক্তারুজ্জামান বাবু বলেছেন, সুস্থ, সুন্দর ও আনন্দময় জীবনের জন্য খেলাধুলার কোনো বিকল্প নেই। শুধু পাঠদানের মধ্যেই একটি বিদ্যালয়ের কার্যক্রম সীমাবদ্ধ থাকতে পারে না। শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার প্রয়োজনীয়তা আছে। তিনি আরও বলেন, খেলাধুলার সঙ্গে স্বাস্থ্য ও মনের একটা নিবিড় সম্পর্ক রয়েছে। সুস্থ দেহ মানেই সুস্থ মন। খেলাধুলা জীবনকে করে সুন্দর, পরিশীলিত। রোববার সকালে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে কয়রা উপজেলার বাগালী ইউনিয়নের লালুয়া বাগালী এমএম মাধ্যমিক বিদ্যালয় কর্তৃক আয়োজিত বার্ষিক ক্রিড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

বিশেষ অতিথি ছিলেন জাফরুল ইসলাম পাড়, ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ গাজী, ড. চয়ন কুমার রায়। আলমগীর হোসেনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মো: শরিফুল ইসলাম টিংকু, আমিনুল হক বাদল, তরিকুল ইসলাম, আক্তারুল ইসলাম সৌরভ, হুমায়ুন কবির নিউটনসহ স্কুলের শিক্ষকমন্ডলী ও ছাত্রছাত্রীবৃন্দ।