ইউনিক ডেস্ক : সুনামগঞ্জের জগন্নাথপুরে বেইলি ব্রিজ ভেঙে মালবাহী ট্রাক নদীতে পড়ে যায়। উপজেলার কাটাগাঙ্গ নদী পার হওয়ার সময় এ ঘটনা ঘটে। এতে ট্রাকচালক ও হেলপারের মরদেহ উদ্ধার করা হযেছে। মঙ্গলবার (২২ আগস্ট) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, মঙ্গলবার বিকেলে জগন্নাথপুর থেকে একটি ট্রাক হবিগঞ্জের দিকে রওয়ানা দেয়। পথে কাটাগাঙ্গ নদী পার হওয়ার সময় বেইলি ব্রিজ ভেঙে ট্রাকটি পানিতে পড়ে যায়। এতে ট্রাকচালক ও হেলপার নিখোঁজ হন। নিখোঁজদের উদ্ধারে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা যৌথ অভিযান চালায়। পরে তাদের মরদেহ উদ্ধার করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, অতিরিক্ত সিমেন্ট বহন করে ট্রাকটি সেতু পার হওয়ার সময় স্টিলের পাটাতন খুলে ট্রাকটি নলজোড় নদীতে তলিয়ে যায়।
এদিকে, সেতুটি ভেঙে যাওয়ায় জগন্নাথপুর থেকে হবিগঞ্জের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এতে যাত্রীবাহী ও মালবাহী যানবাহন আটকা পড়েছে।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, নদীতে উদ্ধার অভিযান চালিয়ে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়।