বাগেরহাট : বাগেরহাটের মোল্লাহাটে আড়াই বছর বয়সী রাইসা আক্তার নামের শিশু কন্যাকে আছড়ে মেরে ফেলেছেন তার সেনা সদস্য বাবা। সোমবার (২২ মার্চ) রাতে মোল্লাহাট উপজেলার উদয়পুর গ্রামের এই মর্মান্তিক হত্যার ঘটনা ঘটে। ঘটনার পর থেকে ঘাতক বাবা হুমায়ুন সরদার পলাতক রয়েছে। নিহত রাইসা আক্তারের পিতা উদয়পুর গ্রামের হুমায়ুন সরদার। হুমায়ুন সরদার বাংলাদেশ সেনা বাহিনীতে সৈনিক পদে চাকুরু করেন।
মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী গোলাম কবির বলেন, পারিবারিক কলহের জেরে রাত ৮টার দিকে রাইসাকে আছাড় দেন তার পিতা সেনা সদস্য হুমায়ুন সরদার। এতে ঘটনাস্থলেই রাইসা মারা যায়। ঘটনার পর থেকে হুমায়ুন পলাতক রয়েছে।পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হবে। সেনা সদস্য হুমায়ুনকে আটকের জন্য পুলিশ অভিযান শুরু করেছে।