সেন্ট জেভিয়ার্স হাই স্কুলে ২০২১-২০২২ অর্থবছরের বাজেট অধিবেশন অনুষ্ঠিত

প্রকাশঃ ২০২২-০২-২৪ - ২২:১৩

প্রেসবিজ্ঞপ্তিঃ ২৪ ফেব্রুয়ারী’ ২২ সোনাডাঙ্গা থানাধীন ঐতিহ্যবাহী সেন্ট জেভিয়ার্স হাই স্কুলে ২০২১-২০২২ অর্থবছরের বাজেট অধিবেশন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের সার্বক্ষনিক সদস্য (অর্থ ও প্রশাসন) ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সম্মানিত সভাপতি অধ্যাপক রুনু রেজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের কার্যকরী পরিষদের সাবেক সভাপতি, মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এবং খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে)-এর সভাপতি মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগ, সাবেক সভাপতি মোর্শেদ আহমেদ রিপন এবং বিদ্যালয়ের কার্যকরী পরিষদের বর্তমান সদস্য মোঃ এজাজ আহমেদ এবং সাবেক সদস্য ও বিশিষ্ট সমাজ সেবক কামরুল কমির বাবু, ডাঃ মোঃ নাসির উদ্দিন ও কবিতা আহমেদ। এ সময় বাজেট উপস্থাপন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মোহাম্মদ মহিউদ্দীন। বাজেট উপস্থাপন শেষে আগত অতিথি ও শিক্ষকগণ বক্তব্য রাখেন। অতিথিগণের বক্তব্যে মহান স্বাধীনতার স্থাপতি জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ও ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে বাজেটের উপর আলেচনা করেন। সভাপতি মহোদয় তার বক্তব্যের শুরুতে মহান স্বাধীনতার স্থাপতি জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ও ভাষা শহীদদের স্বরণ করে বাজেট মূল্যায়ন পূর্বক আলোচনা করেন এবং বিদ্যালয়টি দ্রæত জাতীয়করণের আশ^াস প্রদান করেন।