বিনোদন ডেস্ক : সম্প্রতি কালচারাল জানালিস্ট ফোরাম অব বাংলাদেশ (সিজেএফবি) আয়োজিত ‘২১তম পারফরমেন্স অ্যাওয়ার্ড’-এ সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন মেহজাবীন চৌধুরী। পুরস্কার পাওয়ার অনুভূতি জানিয়েছেন জনপ্রিয় এই অভিনেত্রী বলেন, ‘চিরকাল আজ’ নাটকটি এখন পর্যন্ত অনেক কিছু দিয়েছে। আবারো নতুন একটা পুরস্কার। এতে আমি অনেক বেশি আনন্দিত। আমার যারা ভক্ত অনুরাগী আছেন তাদের প্রতি কৃতজ্ঞ এতো এতো ভালোবাসা দেয়ার জন্য। পরিচালক ও আমার পুরো টিমকে অনেক ধন্যবাদ। সেইসাথে সিজেএফবিকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা মুহূর্তের জন্য এবং সবসময় পাশে থাকার জন্য।
উল্লেখ্য, গত শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয় দেশের বিনোদন জগতের অন্যতম এ পুরস্কার লাভ করেন মেহজাবীন চৌধুরী।