সোমবারের মন্ত্রিসভার বৈঠক বাতিল

প্রকাশঃ ২০২০-০৩-২২ - ১৯:১৬
ঢাকা অফিস : সোমবারের মন্ত্রিসভার নিয়মিত বৈঠক বাতিল। মন্ত্রিসভার নিয়মিত বৈঠক হচ্ছে না সোমবার। একই সাথে করোনা ভাইরাস  প্রতিরোধ ও এর প্রাদুর্ভাবজনিত যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় সহযোগিতা দিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সার্বক্ষণিক প্রস্তুত থাকার নির্দেশ দেয়া হয়েছে।

পূর্ব নির্ধারিত সূচি না থাকায় মন্ত্রিসভার বৈঠক হচ্ছে না। রবিবার মন্ত্রিপরিষদ বিভাগ এ তথ্য জানায়।  এর আগে করোনা ভাইরাসের কারণে সংসদের বিশেষ অধিবেশন স্থগিত করা হয়।  তবে করোনা ভাইরাসের কারণে আগামী বৈঠকগুলো হবে কিনা সেটি পরে জানা যাবে।

সকল সরকারী কর্মকর্তাদের ছুটি বাতিল প্রসঙ্গে সরকারি তথ্যবিবরণীতে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বিভাগ-জেলা-উপজেলা পর্যায়ের সব সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের সার্বক্ষণিক প্রস্তুত নিশ্চিতকরণের জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।