আন্তর্জাতিক ডেস্ক :
মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব এক দিনে ৮১ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে। দেশটির সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সির বরাতে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরা এক প্রতিবেদনে শনিবার এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার ২৪ ঘণ্টার মধ্যে এসব মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। তাঁদের অনেকের বিরুদ্ধে নারী ও শিশুসহ নিরপরাধ মানুষকে হত্যা এবং আইএস ও আল–কায়েদার মতো বিদেশি সন্ত্রাসী সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ ছিল। এ ছাড়া ‘বিপথগামী’ বিশ্বাসের জন্যও এদিন কয়েকজনের মৃত্যুদণ্ড কার্যকর করে সৌদি সরকার।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, সৌদি আরবে এদিন মৃত্যুদণ্ড পাওয়া ব্যক্তিদের মধ্যে ইয়েমেনের সাতজন ও সিরিয়ার একজন নাগরিক রয়েছেন।
সাম্প্রতিক সময়ের মধ্যে সৌদি আরবে এর আগে এক দিনে এতজনের মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা ঘটেনি। ২০১৬ সালে এক দিনে ৪৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছিল সৌদি আরব। এ ছাড়া গত বছর দেশটিতে মোট ৬৭ জনের ও ২০২০ সালে ২৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।