স্কুলগামী সন্তানদের নিজের সন্তান মনে করে তাদের দিকে নজর রাখতে হবে- খুলনার অতিঃ পুলিশ সুপার

প্রকাশঃ ২০২২-০৬-০৪ - ২০:৪০

তাপস কুমার বিশ্বাস, ফুলতলা (খুলনা)// খুলনার অতিরিক্ত পুলিশ সুপার সুশান্ত সরকার (ক্রামই অ্যান্ড অপস) বলেছেন, শুধু নিজেকে নিয়ে ব্যস্ত থাকলে চলবে না, সন্তানদের লেখাপড়ার পাশাপাশি তাদের চলাফেরা ও কাদের সাথে বন্ধুত্ব সেদিকে নজর দিতে হবে। বর্তমান সময়ে অধিকাংশ শিক্ষার্থী মোবাইল ফোনে সময় নষ্ট, পর্ণগ্রাফি ও মাদকের দিকে ছুটছে। নিজেদের অজান্তেই কিশোর অপরাধ তথা কিশোর গং এ জড়িয়ে পড়ছে। স্কুলগামী সন্তানদের নিজের সন্তান মনে করে তাদের দিকে নজর রাখতে হবে।

শনিবার বিকালে ফুলতলা থানা আয়োজনে ও ফুলতলা রি-ইউনিয়ন স্কুল এন্ড কলেজ অডিটরিয়ামে অনুষ্ঠিত মাদক. সন্ত্রাস, কিশোর অপরাধ প্রতিরোধ ও জঙ্গিবাদ বিরোধী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। ওসি মোঃ ইলিয়াস তালুকদারের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন খুলনার অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) মোঃ মোস্তাফিজুর রহমান। উপ-পরিদর্শক মোঃ সাইফুল ইসলামের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন কলেজ অধ্যক্ষ অজয় কুমার চক্রবর্তী, ওসি (তদন্ত) এস এম শাহাদাৎ হোসেন, প্রধান শিক্ষক তাপস কুমার বিশ্বাস, উপজেলা প্রেসক্লাব সভাপতি শামসুল আলম খোকন, বিট পুলিশ প্রধান এসআই কামরুল হাসান, ইউপি সদস্য মোঃ ফারুক মোল্যা, মোঃ আলমগীর হোসেন মোল্যা, রিক্তা বেগম.ইমরানুল ইসলাম রাজীব, শেখ মনিরুল ইসলাম, জানানারা ইসলাম তনু, মহাসিন মোল্যা, মোস্তানিজুর রহমান, আব্দুল্লাহ শেখ, রমজান মাহমুদ অরণ্য প্রমুখ।