ইউনিক ডেস্ক : সৌদি আরবে স্কুলবাস ওভারটেক করলেই চালকদের ছয় হাজার রিয়াল পর্যন্ত জরিমানা করা হবে বলে জানিয়েছে দেশটির ট্রাফিক বিভাগ। জরিমানার পরিমাণ বাংলাদেশি মুদ্রায় প্রায় এক লাখ ৭৫ হাজার টাকারও বেশি।
সোমবার (২১ আগস্ট) গালফ নিউজের প্রতিবেদনে আরও বলা হয়, সৌদি ট্রাফিক বিভাগ জানিয়েছে, স্কুলবাস ওভারটেক করলে চালকদের তিন থেকে ছয় হাজার রিয়াল পর্যন্ত জরিমানার মুখোমুখি হতে হবে। আর এই বিধান চালু করা হচ্ছে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতেই।
নতুন শিক্ষাবর্ষ শুরু হওয়ার পর সৌদিতে গত রবিবার প্রায় ৫১ দিনের গ্রীষ্মকালীন ছুটি শেষে পাঁচ লাখের বেশি শিক্ষক, প্রশাসনিক কর্মী এবং সুপারভাইজার তাদের দায়িত্বে ফিরে এসেছেন।