স্টেজ শো’তে ব্যস্ত আঁখি

প্রকাশঃ ২০১৯-০৩-২১ - ১৭:৪২

বিনোদন ডেস্ক : এর আগে বিভিন্ন গানে বিভিন্ন রূপে হাজির হয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী আঁখি আলমগীর। এবার তিনি হাজির হয়েছেন ‘ল্যায়লা’ রূপে। সম্প্রতি ধ্রুব মিউজিক স্টেশন থেকে প্রকাশ হয়েছে তার নতুন গানের ভিডিও ‘ল্যায়লা’। এ গানটিতে অনবদ্য এক আঁখিকে আবিষ্কার করা গেছে। কারণ, আগের গানগুলোর চাইতেও এ গানটিতে তার সাজ, পোশাক, লুক ও পারফরমেন্স প্রশংসিত হচ্ছে বেশি। গানটির অডিও-ভিডিও সব মিলিয়ে চমক তৈরি করেছে। পাঁচদিন আগে আঁখির এ গানটি প্রকাশ হয়েছে। আর এ সময়ে এ গানটির ইউটিউব ভিউ দাঁড়িয়েছে প্রায় পৌনে তিন লাখ।

শুধু সাধারণ দর্শক- শ্রোতাই নন, গানটির প্রশংসা করছেন সংগীতাঙ্গন থেকে শুরু করে সংস্কৃতি অঙ্গনের অনেক মানুষজনই। সব মিলিয়ে প্রশংসার বন্যায় ভাসছেন আঁখি। এ বিষয়ে তিনি বলেন, সত্যি বলতে যখন গানটি করি বুঝিনি প্রকাশের পর এত সাড়া মিলবে। ধ্রুব মিউজিক স্টেশনসহ গানটির সঙ্গে জড়িত সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি। সবচেয়ে বেশি কৃতজ্ঞতা শ্রোতা-দর্শকদের প্রতি। সত্যি বলতে গানটির শুটিং আমি খুব উপভোগ করেছি। আনন্দের সঙ্গে যে কাজ করা হয় তা ভালো হয়, ‘ল্যায়লা’ তার প্রমাণ। আমার বিশ্বাস গানটি সময়ের সঙ্গে আরো ভালোর দিকে যাবে। এখন ব্যস্ততা মূলত কি নিয়ে? আঁখি বলেন, এখন স্টেজ শো নিয়ে বেশি ব্যস্ততা চলছে। দেশের বিভিন্ন স্থানে শো করছি। দেশের বাইরেও শো রয়েছে। সব মিলিয়ে শো করছি আর নতুন গানও করছি। কিছু অডিও গানের কাজ করে রেখেছি। কয়েকটি নতুন সিনেমার গানের কথাবার্তাও চলছে। ব্যাটে বলে মিললে করে ফেলবো।