স্ত্রীকে ফিরে পেতে আদালতে মামলা দায়ের স্বামীর

প্রকাশঃ ২০১৮-০৩-২২ - ১৯:৩২

পাইকগাছা প্রতিনিধি : স্ত্রীকে ফিরে পেতে স্বামী অমিত কুমার ঢালী পাইকগাছা উপজেলা বিজ্ঞ নির্বাহী ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা দায়ের করেছেন। মামলাটি আমলে নিয়ে ভিকটিম উদ্ধারের জন্য থানাকে নির্দেশ প্রদান করে বিবাদিদের শোকজ নোটিশ প্রদান করেছেন আদালত। আদালতে দায়েরকৃত মামলা সুত্রে জানা গেছে, উপজেলার লস্কর গ্রামের সাংবাদিক বিভুতি ভূষণ ঢালীর জেষ্ঠ্য পুত্র অমিত কুমার ঢালীর সহিত পারিবারিক মতামতের ভিত্তিতে জেলার কয়রা উপজেলার উত্তর মঠবাড়ী গ্রামের মৃতঃ যশকান্ত সরকারের ছোট মেয়ে নুপুর সরকারের সাথে গত ০৮/০৫/১৭ তারিখ হিন্দু ধর্মীয় বিধানমতে বিয়ে হয়। বিয়ের পর থেকে দাম্পত্য জীবন ভালভাবেই চলছিল তাদের। পরবর্তিতে অমিত তার স্ত্রী নুপুরকে সাথে নিয়ে শ্বশুরালয়ে যায়। সেখানে যাওয়ার পর পূর্ব পরিকল্পিতভাবে শ্বাশুড়ী, ভাইসহ বাড়ির লোকজন সংঘবদ্ধ হয়ে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে অমিতের সাথে ঝগড়া বিবাদ শুরু করে দেয়। এক পর্যায়ে অমিত তার স্ত্রী নুপুরকে সাথে নিয়ে বাড়িতে চলে আসতে চাইলে শ্বশুর বাড়ির লোকজন বাঁধা দেয় এবং তার স্ত্রীকে ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক আটক রেখে অমিতকে পাঠিয়ে দেয়। এমনকি গত ২৮/০৬/২০১৭ তারিখে অমিতের স্ত্রী নুপুরকে গোপন স্থানে সরিয়ে ফেলে। স্ত্রী নুপুরকে আনার জন্য অমিত ও তার পরিবারবর্গ অমিতের শ্বশুরালয় সহ বিভিন্ন স্থানে খোজাখুজি করেও সন্ধান পাননি। ফলে অমিত এবং তার পরিবারবর্গ অতি কষ্টে আছেন। সর্বশেষ ০৯/০৩/১৮ তারিখে অমিত তার স্ত্রীকে আনার জন্য শ্বশুরলায় যান কিন্তু তার স্ত্রীকে আনতে ব্যর্থ হন। অমিতের পিতা সাংবাদিক বিভুতি ভুষণ ঢালী জানিয়েছেন, সেসহ তার পুত্র অমিত বিভিন্ন সময় নুপুরকে নিয়ে আসার চেষ্ঠা করেও তারা ব্যর্থ হয়েছেন। নুপুরের মায়ের বাড়ির লোকজন নুপুরের ইচ্ছার বিরুদ্ধে তাকে আটকিয়ে রেখেছেন। এ অবস্থায় স্ত্রীকে ফেরত পাওয়ার জন্য অমিত কুমার বাদী হয়ে নুপুরের মা চপলা সরকার, বড় ভাই জীবন সরকার, বৌদি মানষী সরকার এবং কাকা হরেকান্ত সরকারকে বিবাদী করে উপজেলা বিজ্ঞ নির্বাহী ম্যাজিষ্ট্রেট আদালতে গত ২০ মার্চ মামলা দায়ের করেছেন। আদালত মামলাটি আমলে নিয়ে ভিকটিম উদ্ধারের জন্য থানাকে নির্দেশ প্রদান করেছেন এবং বিবাদিদের শোকজ নোটিশ প্রদান করেছেন বলে মামলার আইনজীবি এড. পরিমল চন্দ্র সরকার জানিয়েছেন।