ইউনিক ডেস্ক : কারাগার থেকে মুক্তির পর স্বামীর নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। শনিবার সংবাদ সম্মেলনে এই শঙ্কার কথা জানান তিনি।
মাহিয়া মাহি বলেন, আমার স্বামীও একই মামলার আসামি। আমি ৯ মাসের অন্তঃসত্ত্বা হওয়া সত্ত্বেও যে মানবিকতা পাইনি, তাহলে আমার স্বামী দেশে আসলে তার সঙ্গে কী হবে? আমি আমার স্বামীর নিরাপত্তা নিয়ে খুবই শঙ্কিত।
মাহি আরও বলেন, আমি অন্তঃসত্ত্বা, তবে আমার স্বামী তো শারীরিকভাবে সুস্থ। তাকে গ্রেপ্তার করলে তো রিমান্ডে নেয়া হবে, টর্চার করা হবে। তার সঙ্গে কী হয়, সেটা নিয়ে খুব টেনশনে আছি।
নায়িকা বলেন, আমি কিন্তু পুলিশ প্রসাশনের বিরুদ্ধে কথা বলিনি। আমি শুধু একজন ব্যক্তির বিরুদ্ধে কথা বলেছি, মোল্যা নজরুল ইসলাম। ঢাকা অ্যাটাক সিনেমার সময় আমার অনেক পুলিশ কর্মকর্তার সঙ্গে পরিচয় হয়েছে। তারা প্রত্যেকেই খুব নাইস পার্সন।