স্মার্ট বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদেরও স্মার্ট হতে হবে : সিটি মেয়র

প্রকাশঃ ২০২৩-০১-২৬ - ১১:৫০

বিজ্ঞপ্তি : সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, আজকের শিক্ষার্থীরা আগামী দিনের ভবিষ্যৎ। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ ও দেশ পরিচালনায় তাদের ভূমিকা থাকবে সব চাইতে বেশি। উন্নত স্মার্ট বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদেরও শিক্ষিত ও স্মার্ট হতে হবে। কারন দেশের অগ্রযাত্রায় শিক্ষার্থীরাই অগ্রণী ভূমিকা পালন করে। আমরা স্মার্ট বাংলাদেশ গড়তে চাই। সেজন্য শিক্ষার্থীদেরই এগিয়ে আসতে হবে। পড়ালেখাসহ সব কাজে শিক্ষার্থীদের স্মার্ট হতে হবে। তাহলেই স্মার্ট বাংলাদেশ বাস্তবে রূপ পাবে। তিনি আরও বলেন, ১ জানুয়ারি বই উৎসবে সকল শিক্ষার্থীদের বিনামূল্যে বই বিতরণ করা হয়। আজ হ্যানে রেলওয়ে স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি ড. সাঈদুর রহমানের সৌজন্যে সকল শিক্ষার্থীদের বিনামুল্যে স্কুল ড্রেস (জামা,প্যান্ট,বেল্টও কেডস) বিতরণ করা হচ্ছে এটি একটি ব্যাতিক্রমী উদ্যোগ। নগরীর হ্যানে রেলওয়ে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনা মূল্যে ইউনিফর্ম বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বুধবার সকাল ৯টায় নগরীরর হ্যানে রেলওয়ে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ইউনিফর্ম বিতরণ করা হয়। অনুষ্ঠানে স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি ড. সাঈদুর রহমানের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক মো: হাবিবুল্লার পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, বাবু গেীতম লস্কর। এছাড়া অন্যানের মাঝে উপস্থিত ছিলেন কনিকা সাহা, মো: সিরাজুল ইসলাম, মো: ফারুক মুন্সি, মো: ফারুক আহম্মেদ, মো: আমিরুল ইসলাম বাবুসহ বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।