স্মৃতি নিয়ে জীবন মরন

প্রকাশঃ ২০১৮-০১-০৫ - ১৪:৪৩

সুশান্ত বিশ্বাস

নয়নে নয়ন রেখে দিয়ে ছিলাম মন
বিনিময়ে দুই হৃদয় একটি জীবন।
স্বপ্ন স্মৃতি নিয়ে কাটত সময়।
কখনো ভাবিনী তুমি আছো নেই হারাবার ভয়
সেই গেলে চাকরি করতে শহরে আমি গ্রামে।
ছুটি পেলে আসতে বাড়ি করতাম দেখা দুই জনে
হঠাৎ করে বাবা করলো বিয়ের আয়োজন।
বিয়েতে আমার মন ছিল না তবু ও বসতে হলো
এমন সময় এলে তুমি বিয়ের অনুষ্ঠানে।
তোমার দর্শনে হৃদয় আনে বিচ্ছেদের শোল
দুইটি চোখে জলের ধারা প্রতিক্ষায় ছিলাম সর্বক্ষন।
অপলকে চেযে আছে লাল শাড়ীর দিকে
মনে হয় হৃদয় সাগর শুকিয়ে গেছে।
বিরহ জীবন পড়ে আছে বেদনার বালুচরে।
তুমি ভৈমর হয়ে আসতে কন্টে ছিল সুর
মোর নিয়ে লিখতে কত কবিতা ছন্দময় ভরপুর।
নিমেশে শেষ হয়ে গেল জ্বলে উঠা জীবন প্রদীপ
দোষ কাকে দেবো ভাঙ্গা গড়া সুখ দুঃখের জীবন।
কান্না হাসীর স্মৃতির মেলায়,
এইতো জীবন আর মরন।