স্যানিটাইজারে আগুন : চিকিৎসক দম্পত্তি অগ্নিদগ্ধ

প্রকাশঃ ২০২০-০৭-২২ - ২০:৫০

ঢাকা অফিস : হ্যান্ড স্যানিটাইজার থেকে ঘটা অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ হয়েছেন চিকিৎসক দম্পতি। রাজধানীর হাতিরপুলে স্যানিটাইজারের কন্টেইনারে আগুন লেগে দগ্ধ হয়েছেন চিকিৎসক দম্পত্তি। তারা হলেন ডা. রাজীব ভট্টাচার্য (৩৬) ও তার স্ত্রী ডা. অনূসূয়া ভট্টাচার্য (৩২)। গুরুতর আহত অবস্থায় তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। বিষয়টি দুর্ঘটনা কি না, খতিয়ে দেখছে পুলিশ।

মঙ্গলবার গভীর রাতে রাজধানীর হাতিরপুল এলাকার ভিগর সামশ মঞ্জিলের তৃতীয় তলার ফ্ল্যাট থেকে চিৎকার শোনেন প্রতিবেশীরা। এরপর তারা ছুটে গিয়ে অগ্নিদগ্ধ চিকিৎসক রাজীব ভট্টাচার্য ও অনূসুয়া ভট্টাচার্যকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক রাজীব ভট্টাচার্যের শরীরের প্রায় ৮৭ ভাগ, তার স্ত্রী প্রায় ১৯ ভাগ পুড়ে গেছে। তবে, দু’জনের সুস্থতায় সর্বোচ্চ চেষ্টার কথা জানান, শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন।

এদিকে, ঘটনাস্থল পরিদর্শন করে, তদন্তের কথা জানিয়েছে পুলিশ।