যশোর : যশোরে সড়ক দূর্ঘটনায় ছায়রা খাতুন (৮৫)নামে এক মহিলার মৃত্যু হয়েছে। নিহত ছায়রা খাতুন যশোর সদর উপজেলার জগমহোনপুর গ্রামের কিতাব্দি মোল্লার স্ত্রী। তিনি নিউজ পোর্টাল ইউনিক নিউজের যশোর প্রতিনিধি ও সাংবাদিক ইউনিয়ন যশোরের সদস্য রবিউল ইসলাম মিটুর খালা।
হাসপাতালে ছেলে বাবর আলী মোল্লা বলেন, তার মা দুপুর পৌনে একটার দিকে গরু নিয়ে বড়ির সামনে যশোর-মাগুরা সড়ক পারাপার হচ্ছিলেন। এসময় দ্রুতগামি যশোর মুখি একটি পরিবহন তাকে ধাক্কা দিয়ে সটকে পড়ে। এতে তার মাথায় গুরুতর আহত হয়। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে জেনারেল হাসপাতালে ভর্তি করে দেয়। চিকিৎসারত কিছু সময় পর তিনি মারা যান।
হাসপাতালে দায়িত্বরত পুলিশের এসআই নজরুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, পরিবারের বা কোন অভিযোগ না পাওয়ায় সুরতহাল শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সাংবাদিক রবিউল ইসলাম মিটুর খালার অকাল মৃতুতে শোক প্রকাশ করেছেন ইউনিক নিউজের সম্পাদক মুন্সি মাহবুব আলম সোহাগ, প্রকাশক তাপস বিশ্বাস বিশ্বাসসহ ইউনিক নিউজের সকল কর্মকর্তাবৃন্দ।