ইউনিক ডেস্ক : কুমিল্লা, কিশোরগঞ্জ, গোপালগঞ্জ ও চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত হয়েছে।
দুপুর কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় রং সাইডে আসা শ্যামলী পরিবহনের একটি বাসের চাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। নিহতরা হলেন- সজল, কাজল এবং শাহীন। নিহতদের মধ্যে সজল বিজয়পুর ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি ও কাজল একই ইউনিয়নের অর্থ সম্পাদক। ঘাতক বাসের চালক ও হেলপারকে আটক করেছে পুলিশ।
এদিকে, সকালে গোপালগঞ্জের সদর উপজেলার দত্তডাঙ্গায় বাস ও পিকআপের সংঘর্ষে পিকআপ চালক পারভেজ শেখ নিহত হয়েছে। এতে আহত হয়েছেন আরো ৬ জন।
এছাড়া কিশোরগঞ্জের পুলেরঘাট ও চুয়াডাঙ্গার ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় মারা গেছে আরো দুইজন।