কুষ্টিয়া প্রতিনিধি : বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন এর আহ্বানে, কুষ্টিয়া জেলা মোটর শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং-৭২ এর উদ্যোগে ৬দফা দাবীতে মানববন্ধন কর্মসুচী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় শহরের মজমপুরে অনুষ্ঠিত কর্মসুচীতে সভাপতিত্ব করেন জেলা মোটরশ্রমিক ইউনিয়নের সভাপতি মাহাবুল আলম। কুষ্টিয়া জেলা পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ আয়োজিত কর্মসুচীতে বক্তব্য রাখেন জেলা বাস মিনিবাস মালিক গ্রুপের সভাপতি আজগর আলী, সাধারন সম্পাদক রেজাউল ইসলাম বাবলু, মিনিবাস কোচ মালিক সমিতির সাধারন সম্পাদক মকবুল হোসেন লাভলু, জেলা মোটরশ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক মোকাদ্দেস হোসেন প্রমুখ। মানববন্ধন কর্মসুচীতের বক্তারা বলেন, সারাদেশের মধ্যে কুষ্টিয়ার সড়ক মহাসড়কগুলোর অবস্থা খুবই খারাপ। পকেট সড়ক যেগুলো ছিলো সেগুলোও নস্ট হচ্ছে। প্রতিনিয়ত আমাদের যানবাহন রাস্তায় বিকল হয়ে পড়ে থাকছে। সড়ক সংস্কাওে কোন কর্ণপাত নেই সংশ্লিষ্টদের। সওজ কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ তুলে বক্তারা বলেন, সড়ক ও জনপথ বিভাগকোটি কোটি টাকা সড়ক সংস্কারে খরচ দেখিয়ে থাকে। অথচ কোন কাজই করেনা তারা। কালো আইন পাশ হলে আর পরিবহন চালানো সম্ভব নয় বলে বক্তারা বলেন, কালো আইনে দুর্ঘটনার কারণ হিসেবে চালক-শ্রমিককে ৪০ লখ টাকা জরিমানা এবং গাড়ীর মালিককে ৪কোটি টাকা জরিমানা করবে। তাতে করে এতো টাকা তারা দিতেও পারবেনা তাই পরিবহন চালানো বন্ধ করে দেওয়ারও আহবান জানান। তাদের দাবীগুলো হচ্ছে অবিলম্বে সড়কের বেহাল অবস্থা নিরসন কর, করতে হবে।মোটর শ্রমিকদের বিরুদ্ধে কালো আইন মানিনা, মানবোনা। যত্রতত্র গাড়ী ঠেকিয়ে পুলিশি হয়রানি ব্ন্ধ কর, করতে হবে। শ্রমিকদের বিরুদ্ধে মাদকের মিথ্যা মামলা প্রত্যাহার কর, করতে হবে। সহজ শর্তে ড্রাইভিং লাইসেন্স দিতে হবে, দিয়ে দাও। প্রস্তাবিত-২০১৭, কালো আইন মানিনা, মানবোনা। মানবন্ধনে সকল পরিবহন মালিক ও শ্রমিক সহ জনসাধারণ অংশগ্রহণ করেন।