হরিণের চামড়া-মাথা, কাকড়া ও বাগদার পোনা জব্দ

প্রকাশঃ ২০১৮-০২-০৩ - ১৪:৪২

আবু হোসাইন সুমন,মোংলা : সুন্দরবনের কালাবগী ও সাতবাড়িয়া এলাকা থেকে হরিণের চামড়া-মাথা, কাকড়া ও বাগদার পোনা জব্দ করেছে কোস্ট গার্ড। কোস্ট গার্ড পশ্চিম জোন’র (মোংলা) অপারেশন অফিসার লেঃ আব্দুল্লাহ আল মাহমুদ জানান, পশ্চিম সুন্দরবনের কালাবগী খাল ও সাতবাড়িয়া নদীতে কোস্ট গার্ড সদস্যরা শনিবার ভোরে পৃথক অভিযান চালিয়ে ২টি হরিণের চামড়া, ১টি মাথা, ৫শ কেজি কাকড়া ও ৫০ হাজার বাগদা মাছের পোনা জব্দ করেছে। এ সময় অভিযানকারীদের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা দ্রুত পালিয়ে যাওয়ায় কেউকেই আটক করা সম্ভব হয়নি। শনিবার দুপুরে জব্দকৃত হরিণের চামড়া ও মাথা বন বিভাগের হড্ডা ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়েছে। এছাড়া কাকড়া ও বাগদার পোনা বনের নদী-খালে পুনরায় ছেড়ে দেয়া হয়। কোস্ট গার্ড কর্মকর্তা মাহমুদ বলেন, নিষেধাজ্ঞা থাকার পরও প্রজনন মৌসুম চলাকালে অসাধু জেলেরা বেআইনিভাবে কাকড়া ও মাছের পোনা আহরণ এবং চোরা শিকারীরা হরিণে চামড়া এবং মাথা পাচারের উদ্দেশ্যে বনের নদী-খালে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতেই মুলত অভিযান চালিয়ে এগুলো জব্দ করা হয়েছে।