হরিপুরে কর্মহীন ও অসহায় মানুষের পাশে দাড়ালো কলেজ শিক্ষক

প্রকাশঃ ২০২০-০৫-০৪ - ১৪:৩৫

জহরুল ইসলাম ( জীবন ), হরিপুর ,ঠাকুরগাঁও : কর্মহীন ও অসহায় মানুষের পাশে দাড়িয়ে নজির স্থাপন করলেন ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার কেবি ডিগ্রী কলেজের শিক্ষক প্রভাষক জামাল উদ্দীন। যখন করোনার প্রভাবে মানুষ গৃহবন্দী আর অধিকাংশ মানুষ কর্মহীন হয়ে পড়েছে। বেঁচে থাকার জন্য করোনার পাশাপাশি ক্ষুধার সাথে যুদ্ধ করতে হচ্ছে খেটে খাওয়া মানুষদের। এ দু:সময় অসহায় মানুষের পাশে হাতে গোনা কয়েকজন ছাড়া খুঁজে পাওয়া যাচ্ছে না অনেক জনপ্রতিনিধিদের।
ঠিক এমন সময় মানুষের পাশে দাড়িয়ে মানবতার পরিচয় দিলেন ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার কেবি ডিগ্রী কলেজের শিক্ষক প্রভাষক জামাল উদ্দীন। ব্যক্তিগত উদ্যোগে ও নিজ অর্থ্যায়নে শনিবার হরিপুর উপজেলায় কর্মহীন, হতদরিদ্র, অসহায়, শ্রমিক, দিনমজুর ও কর্মসংকটে থাকা ৩শতাধিক পরিবারের মাঝে চাল, ডাল, তেল, চিনি ও সেমাইসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেন।