হাঙ্গর মাছের তিন হাজার লিটার তেলসহ আটক ৩

প্রকাশঃ ২০২০-০৭-২০ - ০২:৪২
চট্টগ্রাম ব্যুরো:
চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানার সিনেমা প্যালেস এলাকায় জীববৈচিত্র্যের ক্ষতি করে এমন ৩ হাজার ৬০০ লিটার হাঙ্গর মাছের তেলসহ তিনজন চোরাকারবারিকে পাচারকালে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (১৮ জুলাই) রাতে একটি মিনি ট্রাকসহ তাদের গ্রেফতার করে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) একটি দল।

গ্রেফতারকৃতরা হলেন, কক্সবাজারের কুতুবদিয়ার মৃত জাবের আহমদের ছেলে মো. রাশেদ (৩২), কুমিল্লার মুরাদনগরের মৃত কাজী রমিজ উদ্দিনের ছেলে কাজী সোয়েল (৩২), ও মোহাম্মদ আবুল কালামের ছেলে মো. সাগর (২৭)।

বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-৭ এর এএসপি মাহমুদুল হাসান মামুন।

র‌্যাব জানায়, কয়েকজন ব্যক্তি বিপন্ন প্রজাতির সামুদ্রিক হাঙ্গর মাছ হত্যার পর প্রক্রিয়াজাতের মাধ্যমে অবৈধভাবে তেল উৎপাদন করে একটি মিনি ট্রাকে করে বিক্রয়ের জন্য কক্সবাজার হতে চট্টগ্রাম শহর হয়ে ময়মনসিংহের দিকে যাচ্ছে এমন খবরে অভিযান পরিচালনা করা হয়। একপর্যায়ে জীববৈচিত্র্যের ক্ষতি করে এমন ৩ হাজার ৬০০ লিটার ট্রাকভর্তি হাঙ্গর মাছের তেলসহ তিনজন চোরাকারবারিকে গ্রেফতার হয়।

র‌্যাব-৭ এর এএসপি মাহমুদুল হাসান মামুন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩ হাজার ৬০০ লিটার অবৈধ হাঙ্গর মাছের তেলসহ তিনজন চোরাকারবারিকে গ্রেফতার করা হয়েছে। এরা তিনজনই পেশাদার চোরাকারবারি। এদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় একটি মামলা করা হয়েছে।