হাজার ছাড়ালো করোনা রোগীর সংখ্যা

প্রকাশঃ ২০২০-০৪-১৪ - ১৮:৫৬

ঢাকা অফিস : নতুন করে করোনায় আক্রান্ত ২০৯ জন।

দেশে গত ২৪ ঘণ্টায় ১৯০৫ জনের নমুনা সংগ্রহ করে ২০৯ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে। এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১০১২ জন। এক দিনে এটা সর্বোচ্চ শনাক্ত। দেশে এই প্রথম এক দিনে শনাক্তের সংখ্যা ২০০ ছাড়াল।

মঙ্গলবার (১৪ এপ্রিল) করোনাভাইরাস নিয়ে নিয়মিত অনলাইনে ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করে আইইডিসিআর।

ব্রিফিংয়ে আরও জানানো হয়, বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে প্রাণ হারিয়েছে ৭ জন। এ নিয়ে মৃত্যু সংখ্যা দাঁড়িয়েছে ৪৬ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হননি একজনও।

মঙ্গলবার বিশ্বজুড়ে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ২০ লাখ। ২১০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়া এ ভাইরাসে ১ লাখ ১৯ হাজার ৬৯৯ মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৪ লাখ ৪৫ হাজার ২৩ জন। বর্তমানে চিকিৎসাধীন ১৩ লাখ ৬০ হাজার ৪৫৭ জন। এদের মধ্যে ১৩ লাখ ৮ হাজার ৬৯৩ জনের অবস্থা স্থিতিশীল এবং ৫১ হাজার ৭৬৪ জনের অবস্থা গুরুতর।