আন্তর্জাতিক ডেস্ক : এক সময় রূপালী পর্দায় মানুষের মন জয় করতে পারলেও ভোটারদের মন জয় করতে ব্যর্থ হলেন বলিউডের সাবেক হার্টথ্রব উর্মিলা মাতোন্ডকার।
মুম্বাই উত্তর আসনে এখনো পর্যন্ত প্রাপ্ত ফলে প্রায় চার লাখ ভোটে পিছিয়ে তিনি। আর এই ব্যবধান তার পরাজয়েরই আভাস দিচ্ছে।
তবে উর্মিলা বলেছেন, ভোটে হারলেও রাজনীতির মাঠ ছেড়ে যাবেন না।
কয়েক মাস আগে কংগ্রেসে যোগ দিয়ে রাজনীতিতে নাম লেখান ‘রঙ্গিলা’ খ্যাত উর্মিলা । ।