হিন্দু মহাজোটের মানববন্ধনে বক্তারা: জাতীয় সংসদে ৫০টি আসন দিতে হবে

প্রকাশঃ ২০২৩-০৩-১২ - ১৬:৪১

ইউনিক ডেস্ক : সংসদীয় আসন ও পৃথক নির্বাচনের দাবি ও  বিভিন্ন সময় হিন্দু নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শনিবার বেলা ১১টায় বাংলাদেশ হিন্দু আইনজীবী, ছাত্র ও যুব মহাজোট জেলা শাখা পিকচার প্যালেস মোড়ে এর আয়োজন করে। সারাদেশে এই কর্মসূচি পালিত হয়।

সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কৃষ্ণ নন্দী। অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক সুশান্ত কুন্ডু। বক্তৃতা করেন বীর মুক্তিযোদ্ধা সুবোধ বসু, বৈষ্ণব বলরাম দাস, শান্ত বৈকুন্ঠ দাস, আইনজীবী নমিতা গোলদার, অসিত বরণ তরফদার, রাম কৃষ্ণ বিশ^াস ও বিপ্লব কুমার শিকদার।

বক্তৃারা বলেন,  আলাদা সংখ্যালঘু মন্ত্রণালয় করতে হবে। হিন্দুরা নির্যাতিত হলে বিচার হয়না। এক শ্রেণির দুস্কৃতিকারি সরকারের ভাবমুর্তি নষ্ট করছে। জাতীয় সংসদে ৫০টি আসন দিতে হবে।