যশোর : যশোরের বাঘারপাড়ার ১১ বছরের শিশুকে দ্বিতীয় দফা ধর্ষণের অভিযোগে আবু জাফর (৬৪) মোল্যাকে পুলিশ আটক করেছে। এ ঘটনায় শিশুর পিতা থানায় মামলা করেছেন। বৃদ্ধ আবু জাফর বাঘারপাড়া উপজেলার গাইদঘাট গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, শনিবার (৪ এপ্রিল) রাতে ওই শিশুকে একা পেয়ে ধর্ষণ করে বৃদ্ধ আবু জাফর। সে বৃদ্ধ‘র নিকটাত্মীয় হওয়ায় তারা একই বাড়িতে থাকে। বিষয়টি বাড়ির লোকজন জানতে পারলেও লোকলজ্জার ভয়ে এতদিন গোপন রাখে। এক পর্যায়ে মেয়েটি নিজেই পরিবারের অন্যান্য সদস্যদের জানালে বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে মেয়েটির বাবা বাঘারপাড়া থানায় মামলা দায়ের করেন। নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত ২০০৩) এর ৯/১ ধারায় মামলাটি গ্রহণ করে পুলিশ।
শিশুর পিতা জানিয়েছে, তিন মাস আগেও বৃদ্ধ তার মেয়েকে ধর্ষণ করে।বিষয়টি আমরা কেউ জানতাম না।
বাঘারপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আল মামুন জানান, ‘বাদীর অভিযোগের প্রেক্ষিতে অভিযুক্ত আবু জাফরকে আটক করে জেল হাজতে পাঠানো হয়েছে। একই সাথে মেয়েটির ডাক্তারি পরীক্ষা ও জবানবন্দি নেওয়ার কাজ চলছে’।