১২ সেপ্টেম্বর খুলে দেওয়া হবে শিক্ষা প্রতিষ্ঠান: ডা.দীপু মনি

প্রকাশঃ ২০২১-০৯-০৪ - ০১:০১

ইউনিক ডেস্ক :

১২ সেপ্টেম্বর থেকে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুল-কলেজ খুলে দেওয়া হবে। শুক্রবার গণমাধ্যমকে এ কথা জানান শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি।

শিক্ষামন্ত্রী বলেন, ‘আমরা ১২ সেপ্টেম্বরে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুল-কলেজ খুলে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছি। আমরা বিশ্ববিদ্যালয়গুলোও সেপ্টেম্বরে খুলে দিতে আগ্রহী। তবে পাবলিক বিশ্ববিদ্যালয় যেহেতু স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, তাদের ব্যাপারে আমরা হস্তক্ষেপ করতে পারি না। কারণ, বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটসহ বিভিন্ন বডি রয়েছে, চূড়ান্ত সিদ্ধান্ত তারাই নেবেন।’

মন্ত্রী বলেন, ‘শিক্ষা প্রতিষ্ঠান খোলার ব্যাপারে অভিভাবক মহলের একটা চাপ তৈরি হয়েছে। এছাড়া টেকনিক্যাল কমিটিও শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার ব্যাপারে পরামর্শ দিয়েছে আমাদের। তাছাড়া শিক্ষার্থীদের এরইমধ্যে টিকা নিশ্চিত করা হবে। দেশে করোনাভাইরাসের টিকা যথেষ্ট মজুত রয়েছে। করোনায় আক্রান্তের হারও নিম্নমুখী। এসব বিষয় বিবেচনা করেই মূলত শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘শিক্ষামন্ত্রী হিসেবে আমি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গেও বৈঠকে বসবো। বৈঠক ৭/৮ সেপ্টেম্বর হতে পারে। ওই বৈঠকেই বিশ্ববিদ্যালয় খুলে দিতে আমি তাদের অনুরোধ করবো। বিশ্ববিদ্যালয়গুলোও সেপ্টেম্বরের মধ্যে খোলার ব্যাপারে আমাদের আগ্রহ রয়েছে। কারিগরি কমিটিও গ্রিন সিগন্যাল দিয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করে চূড়ান্ত তারিখ জানানো হবে।’