খুলনা : খুলনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি নির্ভীক সাংবাদিক মানিক চন্দ্র সাহার ১৪তম মৃত্যুবার্ষিকী ১৫ জানুয়ারি । ২০০৪ সালের ১৫ জানুয়ারি খুলনা প্রেস ক্লাবের অদূরে ছোট মির্জাপুরে প্রবেশ মুখের রাস্তায় দুষ্কৃতকারীদের বোমা হামলায় ঘটনাস্থলে নিহত হন মানিক চন্দ্র সাহা। এদিকে দিবসটি উপলক্ষে আজ সোমবার ক্লাবের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে সকাল ১০.৫০ মিনিটে শহীদ সাংবাদিক স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ এবং বেলা ১১টায় ক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, ২০০৪ সালের ১৫ জানুয়ারি মানিক চন্দ্র সাহা খুন হলেও ১৭ জানুয়ারি খুলনা সদর থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) রণজিৎ কুমার দাস বাদী হয়ে হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা দায়ের করেন। প্রায় এক যুগ পর ২০১৬ সালের ৩০ নভেম্বর খুলনা বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে হত্যা মামলায় ৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ এবং দু’জনকে খালাস দেয়া হয়। একই ঘটনায় বিস্ফোরক আইনের অপর মামলার রায়ও ঘোষণা করা হয়। একই আদালতে এই মামলায় ১০ আসামির সবাই খালাস পেয়েছেন। এ রায় প্রত্যাখ্যান করে মানিক সাহার পরিবার ও খুলনার সাংবাদিক সমাজ পুন:তদন্ত দাবি করেছিলেন।