১৬ই মে পর্যন্ত ছুটি বাড়িয়ে প্রজ্ঞাপন

প্রকাশঃ ২০২০-০৫-০৪ - ১৫:৪৫
ঢাকা অফিস : করোনাভাইরাসের সংক্রমণ রোধে ১৬ই মে পর্যন্ত সাধারণ ছুটি বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর আগে, ২রা মে সরকারি ছুটির মেয়াদ আবারও বাড়িয়ে ১৬ই মে পর্যন্ত করা হচ্ছে বলে সরকারের সিদ্ধান্তের কথা জানা যায়।

উল্লেখ্য, দেশব্যাপী সাধারণ ছুটি থাকলেও মাঠ প্রশাসনের প্রয়োজনীয় সব দপ্তরগুলো খোলা আছে। সচিবালয়ে বেশ কয়েকটি মন্ত্রণালয় ও বিভাগসহ দেশের নিত্য প্রয়োজনীয় কার্যক্রমের সঙ্গে যুক্ত দপ্তরগুলোর খোলা রেখে কাজ করে যাচ্ছে সরকার।

দেশে গত ৮ই মার্চ প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া যায়। প্রতিদিনই বাড়ছে মৃত ও আক্রান্তের সংখ্যা। সম্পূর্ণ বাংলাদেশকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়ে। আর, সারা দেশে গত ২৬শে মার্চ থেকে সাধারণ ছুটি ঘোষণা করা হয়। জেলায় জেলায় চলছে লকডাউন। মানুষকে ঘরে রাখতে টহল দিচ্ছে সশস্ত্র বাহিনী, র‌্যাব ও পুলিশ।