কেএমপি’র মাদক বিরোধী অভিযানে ০১ কেজি ২৫ গ্রাম গাঁজা, ১০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ০৬ গ্রাম হেরোইন সহ ০৯ (নয়) জন মাদক কারবারি গ্রেফতারঃ
গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদক কারবারি ১) মোঃ শাহারিয়ার আহম্মেদ (শান্ত)(২১), পিতা-রাজু শেখ, সাং- মালা গ্যারেজ মোড়, থানা-খালিশপুর; ২) মোঃ মাহফুজুর রহমান(২৩), পিতা-মোঃ মাহাবুব, সাং-মধ্যডাঙ্গা হাই স্কুলের পাশে, থানা-দৌলতপুর; ৩) মোঃ লিটন শেখ(৪৫),পিতা-মৃত: নুর ইসলাম শেখ, সাং-রোড নং-১১, বাস্তুহারা কলোনী, থানা-খালিশপুর; ৪) বন্যা বেগম(২৫), পিতা-মোঃ সুবহান শেখ, সাং- ৪নং ফুডঘাট, আনছার ব্যারাকের পিছনে, থানা-খুলনা; ৫) বিথী বেগম(২৮), পিতা-আবুল, সাং- ৪ নং ফুডঘাট, আনছার ব্যারাকের পিছনে, থানা-খুলনা ৬) মোঃ রফিক(৪৭), পিতা-মৃত: তোফাজ্জেল শেখ, সাং-গজালিয়া মুন্সীপাড়া থানা- কচুয়া, জেলা-বাগেরহাট, এ/পি সাং-আলমনগর পোড়া মসজিদ তাজুর বাড়ীর ভাড়াটিয়া, থানা-খালিশপুর; ৭) মোঃ সবুজ গাজী(৩৫), পিতা-মৃত: সবুর গাজী, সাং-পাবলা ঋষিপাড়া, থানা-দৌলতপুর; ৮) মোঃ জাফর হাওলাদার(৪২), পিতা-মৃত: তামজেদ আলী হাওলাদার, সাং-খানজাহান নগর খুলনা বিশ্ববিদ্যালয় এলাকা, থানা-হরিনটানা এবং ৯) মোঃ মানিক শেখ(২৬), পিতা-মোঃ আলী শেখ, সাং-রূপসা নতুন বাজার, চর অব্দা বেড়ীবাধঁ রোড, থানা-খুলনা, খুলনা মহানগরীদের’কে বিভিন্ন থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। উপরোক্ত মাদক কারবারিদের নিকট হতে ০১ কেজি ২৫ গ্রাম গাঁজা, ১০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ০৬ গ্রাম হেরোইন আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ০৭ টি মাদক মামলা রুজু করা হয়েছে।