যশোর: প্রস্তাবিত ডিজিটাল নিরাপত্তা আইনের ৩২ ধারাসহ নিবর্তনমূলক ধারাসমূহ বাতিলের দাবিতে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি যশোর জেলা শাখা শনিবার সকালে প্রেসক্লাব যশোরের মানববন্ধন করেছে।
মানববন্ধনে বক্তব্য রাখেন দলের পলিট ব্যুরো সদস্য ও জেলা সভাপতি ইকবাল কবির জাহিদ, জেলা সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ভিটু, ঘাতক দালাল নির্মূল কমিটির জেলা সভাপতি হারুন-অর-রশিদ, জাতীয় শ্রমিক ফেডারেশনের জেলা সভাপতি নাজিমউদ্দিন, জাতীয় কৃষক সমিতির জেলা সাধারণ সম্পাদক মিজানুর রহমান, যুবমৈত্রীর জেলা সভাপতি অনুপকুমার পিন্টু, ছাত্রমৈত্রীর জেলা সভাপতি শ্যামলকুমার শর্মা প্রমুখ। মানববন্ধনে নেতারা ডিজিটাল নিরাপত্তা আইনের ৩২ ধারাসহ নিপীড়নমূলক ধারাসমূহ বাতিল করে পুণ:প্রণয়নের আহ্বান জানান।