ইউনিক ডেস্ক : শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান সোমবার বিভাগীয় শ্রম দপ্তরের উদ্যোগে দৌলতপুর শেখ মতিয়ার রহমান অডিটোরিয়ামে প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক সেক্টরের শ্রমিক-কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যদের চিকিৎসা ও সন্তানদের উচ্চ শিক্ষার জন্য বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন থেকে বরাদ্দকৃত আর্থিক সহায়তার চেক বিতরণ করেন। চেক বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। এ সময় বিভাগীয় শ্রম দপ্তরের পরিচালক মোঃ মিজানুর রহমান, বিজেএ’র চেয়ারম্যান শেখ সৈয়দ আলী, ৫নং ওয়ার্ডের কাউন্সিলর শেখ মোহাম্মদ আলী, মোঃ আশরাফুল ইসলাম, সানাউল্লাহ নান্নু প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী ও সিটি কর্পোরেশনের মেয়র সদরের ২০ জন, খালিশপুর থানার ৩৬ জন, দৌলতপুরের ২২ জন, সোনাডাঙ্গা থানার ১২ জন, রূপসা উপজেলার সাতজন, দিঘলিয়ার চারজন এবং খানজাহান আলী থানার সাতজনসহ মোট একশ’ আটজনের মাঝে মোট ৩২ লাখ ৪০ হাজার টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করেন।