ইউনিক ডেস্ক : রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের (আরএনপিপি) রিয়্যাক্টর ভবনের বহিঃসুরক্ষা দেয়ালের (আউটার কন্টেইনমেন্ট) ডোম অংশের কংক্রিট ঢালাইয়ের কাজ নির্ধারিত সময়ের ৪৫ দিন আগেই সম্পন্ন হয়েছে। এর মধ্য দিয়ে সম্পন্ন হলো পুরো বহিঃসুরক্ষা দেয়ালের কংক্রিট ঢালাই।
এ প্রকল্পের বাস্তবায়ন সংস্থা রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশন রোসাটমের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, পুরো প্রক্রিয়ারটি সম্পন্নের জন্য ১৫৫ দিন সময় নির্ধারিত থাকলেও তা ১১০ দিনেই সম্পন্ন করা সম্ভব হয়েছে। শিডিউল অনুযায়ী, চলতি বছর ১৫ এপ্রিল এ কাজটি সম্পন্ন হওয়ার কথা ছিল।
ডোম অংশের ঢালাইয়ে ব্যবহৃত হয়েছে ১ হাজার ৩শ ৮৩ ঘন ফুট কংক্রিট। ৪৪ জন বাংলাদেশিসহ ৬৫ জন বিশেষজ্ঞ এ কাজে অংশ নিয়েছিল।
বহিঃসুরক্ষা দেয়ালটির ঢালাই নির্ধারিত সময়ের আগেই সম্পন্ন হওয়ার ফলে ডিজাইন অবস্থানে স্বয়ংক্রিয় তাপ অপসারণ ব্যবস্থায় অন্তর্ভুক্ত ডিফ্লেকটরের অভ্যন্তরীণ ও বহির্ভাগের স্টিল কাঠামো স্থাপনের কাজও নির্ধারিত সময়ের আগেই সম্পন্ন করা সম্ভব হয়েছে। এই জটিল প্রক্রিয়াটি দুই ধাপে সম্পন্ন হয়।
এ প্রসঙ্গে এতমস্ত্রয়এক্সপোর্ট (এএসই) ভাইস-প্রেসিডেন্ট এবং রূপপুর এনপিপি নির্মাণ প্রকল্পের পরিচালক আলেক্সী দেইরী বলেন, ডিফ্লেকটর স্থাপনের মধ্য দিয়ে হিট এক্সচেঞ্জার, হিট এক্সচেঞ্জিং মডিউল কেসিং এবং স্বয়ংক্রিয় তাপ অপসারণ ব্যবস্থার এয়ারডাক্টের স্থাপন কাজের সুযোগ সৃষ্টি হয়েছে।
রূপপুর পারমানবিক বিদ্যুৎ প্রকল্পের জেনারেল ডিজাইনার ও কন্টাক্টর রাশিয়ার রোসাটম কর্পোরেশনের প্রকৌশল শাখা। প্রকল্পটিতে দুটি ইউনিট স্থাপিত হবে, প্রতিটির উৎপাদন ক্ষমতা ১ হাজার ২শ মেগাওয়ার্ট। প্রতিটি ইউনিটে থাকছে ৩ প্লাস প্রজন্মের রুশ ভিভিইআর রিয়্যাক্টর, যেগুলো সব আন্তর্জাতিক নিরাপত্তা চাহিদা পূরণে সক্ষম।