৫০ লাখ মানুষ পাবে ১০ টাকা কেজিতে চাল :প্রধানমন্ত্রী

প্রকাশঃ ২০২২-০৩-১৫ - ১৯:৩১

ইউনিক প্রতিবেদক :

বর্তমান বাজারে নিত্যপ্রয়োজনীয় সকল পণ্যের দাম আকাশছোঁয়া। দ্রব্যমূল্যের এমন অসহনীয় দামে বিপাকে পড়েছে দেশের নিম্নআয়েরসহ বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষ। তবে বৃহৎ এই জনগোষ্ঠীর খাবার ব্যবস্থা নিশ্চিত করতে এক কোটি বিশেষ কার্ড দেবে সরকার। মঙ্গলবার গণভবনে ১৪ দলীয় জোট নেতাদের সঙ্গে এক বৈঠকে এ কথা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিশ্ববাজারে পণ্যের দাম বেড়ে গেলে খুব বেশি কিছু করার থাকে না মন্তব্য করে তিনি বলেন, কিছু কম্প্রোমাইজ করতে হয়, রমজানে পণ্যের দাম নিয়ন্ত্রণে থাকবে। ৩৮ লাখ মানুষকে আমরা টাকা দিচ্ছি, আরো এক কোটি লোককে বিশেষ কার্ড দেবো। এর বাইরে ৫০ লাখ মানুষকে মাত্র ১০ টাকায় চাল কেনার কার্ড দেওয়া হয়েছে।

দেশে যথেষ্ট খাদ্য মজুত আছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‌এখনো ১৮ লাখ মেট্রিক টন খাদ্য মজুত আছে। ঘাটতির কোনো প্রশ্নই ওঠে না। তারপরও ফসলের উৎপাদন বাড়াতে হবে, এতটুকু জমিও যেন অনাবাদি না থাকে। দেশের মানুষের খাদ্য চাহিদা পূরণ করাই আমাদের লক্ষ্য।

এ সময় নির্বাচন কমিশন, ইসি গঠনে রাষ্ট্রপতির সংলাপের প্রসঙ্গ টেনে তিনি বলেন, রাষ্ট্রপতির ডাকে আমরা গেলাম, বিএনপি যায়নি। যাবে কীভাবে, ক্ষমতায় গেলে কাকে প্রধানমন্ত্রী করবেন তারা? খালেদা জিয়া এতিমের টাকা খেয়ে সাজাপ্রাপ্ত, তারেক রহমান বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত হয়ে পলাতক। বিএনপির তেমন কেউ নেই, তাই তারা যা খুশি তাই বলে।