৫ আগষ্ট ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন

প্রকাশঃ ২০১৭-০৭-২৭ - ১৭:২২
সনৎ কুমার রায়,
নীলফামারী প্রতিনিধি: আগামী ৫ আগষ্ট ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন। নীলফামারীর চারটি পৌরসভা, ৬১টি ইউনিয়নে এক হাজার ছয়শ’৬০ কেন্দ্রে  ৬ থেকে ১১মাস বয়সী ২৯ হাজার দু’শ ৭০ জন শিশুকে নীল ও ১২ থেকে ৫৯ মাস বয়সী দু’লাখ ৬৮ হাজার তিনশ’ ছয় জন শিশুকে লাল রংয়ের ক্যাপসুল খাওয়ানো হবে। বুধবার (২৬ জুলাই) নীলফামারী সদর আধুনিক হাসপাতালের সম্মেলন কক্ষে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালায় এ তথ্য জানানো হয়। সিভিল সার্জন ডা. রনজিৎ কুমার বর্মণ জানান -কর্মসুচী বাস্তবায়নে চার হাজার নয়শ’৮০জন স্বেচ্ছাসেবক ও একশ’ ৮৯জন সুপারভাইজার দায়িত্ব পালন করবে।