৭০ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রায় করোনাভাইরাস নষ্ট হয়

প্রকাশঃ ২০২০-০৩-০২ - ১৪:০৮
ঢাকা অফিস : গরম এলেই করোনা সংক্রমণের শঙ্কা কমে যাবে এমন ভাবার কারণ নেই, করোনাভাইরাস নষ্ট হয় ৭০ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রায়। এমনটা জানিয়েছেন আইইডিসিআরের পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

আজ সোমবার রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরে ব্রিফিংয়ে তিনি আরও জানান, এখন পর্যন্ত যে ৯৩ টি নমুনা পরীক্ষা করা হয়েছে তাতে এই ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি।তিনি বলেন, ভাইরাস প্রতিরধে পর্যাপ্ত প্রতিরোধ ব্যবস্থা নেয়া আছে।

প্রসঙ্গত, করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় চীনে আরও ৪২ জনের মৃত্যু হয়েছে। এদের সবাই হুবেই প্রদেশে মারা গেছেন বলে জানিয়েছে চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন।
এনিয়ে দেশটিতে মারা গেছেন ২ হাজার ৯১২ জন।

চীনের বাইরে আরও ১২৯ জনের মৃত্যু হওয়ায় বিশ্বব্যাপী মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৪১ জনে। ৫৮টি দেশে আক্রান্তের সংখ্যা ৮৮ হাজার ছাড়িয়েছে।