৭৪১ জন পুলিশ সদস্য করোনা আক্রান্ত

প্রকাশঃ ২০২০-০৫-০২ - ১৪:৫৮
ঢাকা অফিস : করোনা মহামারিতে দেশজুড়ে আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটের ৭৪১ জন সদস্য করোনা আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ২৩২ জন।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মৃত্যুবরণ করেছেন পাঁচ জন পুলিশ সদস্য। আক্রান্ত পুলিশ সদস্যদের মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৩৫৬ জন সদস্য রয়েছেন।

পুলিশ সদস্যদের মধ্যে আইসোলেশনে আছেন ১৭৪ জন, কোয়ারেন্টিনে আছেন ১২৫০ জন। করোনা আক্রান্ত হয়ে সুস্থ হয়েছেন ৫৭ জন।

পুলিশ সদর দপ্তরের অপারেশন শাখা থেকে পাওয়া তথ্যে দেখা গেছে, করোনায় আক্রান্ত ইউনিটগুলোর মধ্যে সবচেয়ে বেশি পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন ঢাকা মহানগরীতে। সেখানে প্রতিদিনই কেউ না কেউ সংক্রমিত হচ্ছেন।

এ পর্যন্ত যে পাঁচজন পুলিশ সদস্য মারা গেছেন, তারা সবাই ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সদস্য। সর্বশেষ শনিবার (২ মে) সুলতানুল আরেফিন (৪৪) নামের পুলিশের একজন সাব-ইন্সপেক্টর মারা যান। তিনি ঢাকা মহানগর পুলিশের পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) পশ্চিম বিভাগে কর্মরত ছিলেন। তার বাড়ি জামালপুরে।

এর আগে, নাজির উদ্দীন নামের এক এসআই মারা যান। নাজির উদ্দীন স্পেশাল ব্রাঞ্চে কর্মরত ছিলেন। ২৫শে এপ্রিল তার করোনা শনাক্ত হয়। ১লা মে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

২৯শে এপ্রিল বুধবার মারা যাওয়া দু’জন পুলিশ সদস্য হলেন পিওএম এর সদস্য এএসআই আবদুল খালেক ও ট্রাফিকের কনস্টেবল আশেক মাহমুদ। করোনায় আক্রান্ত হওয়ার পর আইসোলেশনে থাকা অবস্থায় বুধবার রাতে মারা যান তারা।

২৮শে এপ্রিল মঙ্গলবার রাতে করোনায় আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ সদস্য কনস্টেবল জসিম উদ্দিনের মৃত্যু হয়। তিনি ওয়ারী পুলিশ বিভাগে কর্মরত ছিলেন।