পাইকগাছা হাসপাতালে ডাক্তার সংকটে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত উপজেলাবাসী
পাইকগাছা, খুলনাঃ পাইকগাছা উপজেলা ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সে ২৩ জন ডাক্তারের স্থলে ৭ লাখ জনগণের জন্য বর্তমানে ভারপ্রাপ্ত স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা হিসেবে ডাঃ সুজন কুমার সরকার, ডাঃ প্রশান্ত কুমার মন্ডল ও ডাঃ সঞ্জয় কুমার মন্ডল এই তিন বাবুতে চালাচ্ছেন হাসপাতাল। গত ক’দিন হল উপজেলা স্বাস্থ্যও পঃপঃ কর্মকর্তা ডাঃ প্রভাত কুমার দাশের অবসর জীবন ও গতকাল ডাঃ মিঠুন দেবনাথ উচ্চতর ডিগ্রীর জন্য হাসপাতাল ত্যাগ করায় চরম চিকিৎসক সংকটে পড়েছে আশা-নিরশার দোলাচলে এ হাসপাতালটি। সরেজমিনে দেখা গেছে, জনবল সংকট থাকা স্বত্বেও রাতে-দিনে এই তিন চিকিৎসক স্বাস্থ্য সেবা নিতে আসা রোগীদের স্বাস্থ্য সেবা প্রদানের চেষ্ঠা করছেন। সংশ্লিষ্ঠরা জানিয়েছেন ৫০ শর্য্যার এ হাসপাতালে ২৩ চিকিৎসক থাকার কথা থাকলেও পাইকগাছা ও আশ-পাশ এলাকার কয়েক লাখ মানুষের জন্য বর্তমানে ৩ ডাক্তার কর্মরত রয়েছেন। এদিকে, ভারপ্রাপ্ত স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ সুজন কুমার সরকার প্রশাসনিক কাজে ব্যস্ত থাকায় তিনি রোগীদের খুব বেশি সময় দিতে পারেন না। তাই উপজেলাবাসী বলছে, ৭ লাখ জনগণের জন্য দু’জন ডাক্তার ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করে রোগীদের সেবা দিয়ে আসছেন। এ পর্যন্ত সংশ্লিষ্টরা চাহিদা অনুযায়ী জনবলসহ ডাক্তার সংকট পূরণ করতে ব্যর্থ হয়েছেন। এলাকাবাসী এ অঞ্চলের মানুষের স্বাস্থ্য সেবার জন্য হাসপাতালে চিকিৎসক সংকট পূরণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।