ডুমুরিয়ায় দলিল লেখক সমিতির কমিটি গঠন

প্রকাশঃ ২০২০-০৬-০১ - ১৭:৩৪

ডুমুরিয়া প্রতিনিধি : ডুমুরিয়া দলিল লেখক সমিতির সভাপতি পদে ফারুক হোসেন খান ও সাধারণ সম্পাদক পদে গোপাল দেবনাথকে নির্বাচিত করে কার্যকারি কমিটি গঠিত হয়েছে। সমিতির নেতা মোঃ সেলিম খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহসভাপতি মোঃ সেলিম খান, ক্যাশিয়ার গোবিন্দ মন্ডল, সাংগঠনিক সম্পাদক আকতার হোসেন শেখ। এ বিষয়ে মোঃ সেলিম খান বলেন, ডুমুরিয়া দলিল লেখক সমিতির কমিটি নিয়ে দীর্ঘ দিন ধরে ফারুক ভাই ও আমার মধ্যে বিরোধ চলছিল। বর্তমান সময়ে আমরা সকল দ্বিধা-দন্দ ভুলে একত্রিত হয়ে কাজ করতে চাই। তাই আমরা সকলেই সর্ব-সম্মতিক্রমে একমত হয়ে এই কমিটি গঠন করা হয়েছে। সভাপতি ফারুক হোসেন খান বলেন, দীর্ঘ দিন ধরে সমিতির বিরোধ নিয়ে আমরা ঝামেলায় ছিলাম। বর্তমানে আমরা সে বিরোধ সমাধান করতে পেরেছি। এখন আমরা সবকিছু ভুলে মিলেমিশে থাকতে চাই।