ডুমুরিয়ায় বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস পালিত

প্রকাশঃ ২০২০-১১-০১ - ১৬:৫৭

ডুমুরিয়া প্রতিনিধি : নানা আয়োজনের মধ্যে দিয়ে ডুমুরিয়ায় বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস-২০২০ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে আলোচনা সভা, যুবদের মাঝে ঋণের চেক, সফলদের মাঝে ক্রেস্ট ও সনদপত্র, গাছের চারা বিতরণ, রক্তের গ্রুফ নির্ণয় করা হয়। রোববার সকালে উপজেলার শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ডাঃ সঞ্জীব দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন সাবেক মৎস্য ও প্রানিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি। সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন ডুমুরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান গাজী এজাজ আহমেদ। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এসএম কামরুজ্জামানের পরিচালনায় আরও বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহনেওয়াজ হোসেন জোয়ার্দ্দার, ডুমুরিয়া কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রঞ্জন কুমার তরফদার, কর্ম সংস্থান ব্যাংকের ব্যবস্থাপক মিজানুর রহমান ও ভবতোষ কুমার মন্ডল প্রমুখ।