গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার পৌর এলাকার ড্রীমল্যান্ড নামক এলাকায় গত শুক্রবার রাত ১০টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কে ট্রাকের চাকায় পিষ্ঠ হয়ে শাহারুল ইসলাম (৩০) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। নিহত শাহারুল ইসলাম ওই উপজেলার বরিশাল ইউনিয়নের চালিতাদহ গ্রামের আজিজার রহমান সর্দারের ছেলে।
থানা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রংপুর থেকে বগুড়াগামি একটি ট্রাক (ঢাকা মেট্রো ড-১১-৭৬৮৪) পলাশবাড়ীর ড্রীলল্যান্ড সংলগ্ন একটি চাতাল পার হওয়ার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি রাস্তার পাশে পথচারী শাহারুলের উপর উল্টে যায়। এতে ঘটনা স্থলেই চাপা পড়ে তার মৃত্যু হয়।
খবর পেয়ে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস ও পলাশবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকের নিচে চাপা পড়ে থাকা শাহারুলের লাশ উদ্ধার করে। পলাশবাড়ী থানা অফিসার ইনচার্জ মাসুদার রহমান মাসুদ বলেন, ঘাতক ট্রাকটি আটক করা হলেও চালক ও হেলপারকে আটক করা সম্ভব হয়নি।