কেএমপি’র মাদক বিরোধী অভিযানে ৮৫০ গ্রাম গাঁজাসহ ০৫ (পাঁচ) জন মাদক কারবারি গ্রেফতার
গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদক কারবারি ১) মোঃ জিহাদ বেপারী(২২), পিতা-মোঃ জামাল, সাং-বসুপাড়া এরশাদ আলী লেন, থানা-সোনাডাঙ্গা মডেল; ২) মোঃ শাহীন কাজী(২২), পিতা-মোঃ আঃ সোবাহান কাজী, সাং-মোল্লাপাড়া আরজুর কালভার্ট সংলগ্ন, থানা-লবণচরা; ৩) মোঃ আজাহার বিশ্বাস@হাজের(৫৪), পিতা-মৃত: আরশাদ আলী বিশ্বাস, সাং-পাবলা মধ্য কারিকরপাড়া, থানা-দৌলতপুর; ৪) মোঃ জুয়েল শেখ(৩২), পিতা-মৃত: রফিকুল শেখ, সাং-শিরোমণি, থানা-খানজাহান আলী এবং ৫) মোঃ সেলিম হাসান বেপারী(৩২), পিতা-মৃত: আব্দুল মালেক বেপারী, সাং-আলমনগর, এ/পি সাং-০১ নং বিহারী ক্যাম্প, থানা-খালিশপুর, খুলনা মহানগরীদের’কে মহানগরীর বিভিন্ন থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। উপরোক্ত মাদক কারবারিদের নিকট হতে ৮৫০ গ্রাম গাঁজা আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ০৫ টি মাদক মামলা রুজু করা হয়েছে।