নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি)’র পৃথক টাস্কফোর্সের অভিযান চালিয়ে ইয়াবা ও গাজা সহ মোট ২৮ জনকে আটক করেছেন। আটককৃতদের কাছ থেকে ৫ হাজার ৬৫০ পিস ইয়াবা ও ২কেজি ৪শ’ গ্রাম গাজা ও ১০পিস ইয়াবা উদ্ধার করা হয়। এদের মধ্যে ২৪ জনকে ভ্রম্যমান আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা ও অর্থদ- প্রদান করা হয়। বাকী ৪ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়। নিয়মিত মামলায় আটককৃতরা হচ্ছে মোঃআনসারুল্লাহ (২০), দিল বাহার(৪৩), জোহরা বেগম (৪৩) এবং শ্রী তপন চন্দ্র মহন্ত (৩৫)। ভ্রম্যমান আদালত পরিচালনা করেন চট্টগ্রাম জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী মেজিস্ট্রেট মোঃ আলমগীর হোসেন। মঙ্গলবার (৮ নভেম্বর) চট্টগ্রাম মহানগরীতে দিনব্যাপী অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
চট্টগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি)’র সূত্র মতে, ৮ নভেম্বর দিনব্যাপী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো কার্যালয়ের উপ পরিচালক মোঃ রাশেদুজ্জামান এর সার্বিক তত্ত্বাবধান ও চট্টগ্রাম জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী মেজিস্ট্রেট মোঃ আলমগীর হোসেন এর নেতৃত্বে চট্টগ্রাম মেট্রো কার্যালয়ে সকল সার্কেল এর সমন্বয়ে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ২৪ জন মাদক ব্যবসায়ী ও সেবীকে গ্রেফতার করেন। বিজ্ঞ নির্বাহী মাজিস্ট্রেট গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মোবাইল কোর্ট মামলায় বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও অর্থ দন্ড প্রদান করেন। অপরদিকে নিয়মিত মামলায় মো: আব্দুস শুক্কুরের পুত্র মোঃআনসারুল্লাহকে শিকলবাহা এলাকা হতে ১ হাজার ৫শ পিস ইয়াবাসহ গ্রেফতার করে। পাহাড়তলী সার্কেল পরিদর্শক এ এস এম মঈন উদ্দিন বাদী হয়ে কর্ণফুলী থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন। অপর অভিযানে মৃত আলীর পুত্র দিল বাহারকে ব্রীজ ঘাট এলাকা হতে ৯ ৫০পিস ইয়াবাসহ গ্রেফতার করে। পরে ডবলমুরিং সার্কেল পরিদর্শক লোকাশীষ চাকমা বাদী হয়ে কোতয়ালী থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন। অপর অভিযানে মৃত হানীফ মিয়ার স্ত্রী জোহরা বেগমকে শিকলবাহা এলাকা হতে ৫০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করে চাঁদগাঁও সার্কেল পরিদর্শক মোঃ আমিরুজ্জামান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮অনুযায়ী কর্ণফুলী থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন। এছাড়া ফিরিঙ্গি বাজার এলাকা হতে শ্রী তপন চন্দ্র মহন্তকে ২ হাজার ৭শ পিস ইয়াবাসহ গ্রেফতার করে। পরে ডবলমুরিং সার্কেল উপ পরিদর্শক মোঃ আব্দুল মতিন বাদী হয়ে কোতয়ালী থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।